টেক

হোয়াটস্যাপ ডেটা, গুগল ড্রাইভে নেই তো গায়েব!

Byপ্রযুক্তি ডেস্ক

চ্যাটিং আর এর সব ডেটা গুগল ড্রাইভে জমা করেননি এমন ব্যবহারকারীরা তাদের ডেটা হারাবেন- এ ঘোষণা আগেই দিয়েছিল সংকেতায়িত মেসেজিং সেবাদাতা অ্যাপ হোয়াটস্যাপ। সোমবার আগের এই ঘোষণা নিশ্চিত করেছে ফেইসবুক অধীনস্থ প্রতিষ্ঠানটি।

২০১৭ সালের অগাস্টে হোয়াটস্যাপ গুগলের সঙ্গে গুগল ড্রাইভ ক্লাউড স্টোরেজে ব্যবহারকারীদের ডেটা রাখা নিয়ে একটি চুক্তি করে। ব্যবহারকারীদের জন্য মেমোরির সীমা পার হলেই এই ডেটা রাখা হবে- এমন কোনো কথা এতে উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে আইএএনএস।

এ ছাড়াও, গুগল ড্রাইভে রাখা হয়েছে কিন্তু এক বছরের বেশি সময় ধরে আপডেট করা হয়নি এমন ডেটাও স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভ স্টোরেজ থেকে সরিয়ে ফেলা হবে বলে সতর্ক করেছে হোয়াটস্যাপ।

এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ভিন্ন বা নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আগের ডেটা ফের লোড করে নিতে পারবেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের রাখা ডেটা আপডেট করতে পারবেন ও কতদিন পরপর এই আপডেট নেবে তা ঠিক করে রাখতে পারবেন। এক্ষেত্রে তাদের শুধু একটি ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট থাকলেই হবে।

SCROLL FOR NEXT