টেক

ইউটিউব বিভ্রাটের জন্য ক্ষমা চাইলো গুগল

Byপ্রযুক্তি ডেস্ক

এই বিভ্রাটের কারণে ইউটিউব টিভি এবং ইউটিউব মিউজিক-এর মতো নিবন্ধন সেবাগুলোও আক্রান্ত হয়। ত্রুটি সারানোর আগে প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল ইউটিউব এবং এর সহকারি সেবাগুলো।

বিভ্রাটের এক সপ্তাহ পর ইউটিউব টিভি’র গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে গুগল। এর জন্য এক সপ্তাহ বিনামূল্যে ইউটিউব টিভি সেবা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

নিবন্ধনকারীদের এক বিবৃতিতে ইউটিউব জানায়, “অক্টোবর ১৬-তে ইউটিউব টিভিতে অপ্রত্যাশিত বিভ্রাটের জন্য আমরা দুঃখিত। আমাদের টিভিকে আমরা আপনাদের মতোই ভালোবাসি এবং আমাদের লক্ষ্য এটা নিশ্চিত করা যে, আপনি যখন যেভাবে চান আপনার ইভেন্ট এবং অনুষ্ঠানগুলো যাতে দেখতে পারেন। এটা ঠিক করতে সহায়তা করায় আমরা এক সপ্তাহ বিনামূল্যে সেবা দিতে চাই।”

২৪ অক্টোবর পর্যন্ত ১০ মার্কিন ডলারের এই ক্রেডিট সেবার সুবিধা নিতে পারবেন গ্রাহক। এর জন্য নিবন্ধনকারীদের একটি ফর্ম পূরণ করতে হবে বলেও জানানো হয়েছে।

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বড় বিভ্রাটের মুখে পড়লো ইউটিউব টিভি। এর আগে গ্রীষ্মের ওয়ার্ল্ড কাপ গেইমের সময় বিভ্রাট দেখা দিয়েছিল সেবাটিতে।

SCROLL FOR NEXT