টেক

নতুন মডেল ৩ আনলো টেসলা

Byপ্রযুক্তি ডেস্ক

টেসলার ওয়েবসাইটে বলা হচ্ছে- রিয়ার-হুইল-ড্রাইভ এই মডেলটিতে একটি ‘মাঝারি মাত্রার’ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার পুরো চার্জ দেওয়া হলে গাড়িটি ২৬০ মাইল চলতে পারবে।

নতুন এই সংস্করণটি অর্ডার দেওয়ার পর সরবরাহ করতে ছয় থেকে থেকে ১০ সপ্তাহ লাগবে বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের মধ্যে কিনলে এই গাড়িটির জন্য সাড়ে সাত হাজার ডলার কর মওকুফ পাবেন মার্কিন ক্রেতারা। তবে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে টেসলা গাড়ির জন্য এই কর মওকুফের পরিমাণ অর্ধেক হয়ে যাবে বলে জানিয়েছে রয়টার্স।

মডেল ৩-এর জন্য ৩৫ হাজার ডলার মূল্যের একটি সংস্করণ আনার বিষয়ে টেসলা প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির আনা সবচেয়ে সস্তা সংস্করণের গাড়ির দাম শুরু হয়েছে প্রায় ৪৯ হাজার ডলার থেকে। ৩৫ হাজার ডলার দামের সংস্করণ এ বছর উৎপাদন করা হবে না বলে জানিয়েছে টেসলা।

SCROLL FOR NEXT