টেক

১১০০ কর্মী ছাঁটাই করলো ব্রডকম

Byপ্রযুক্তি ডেস্ক

ব্রকেইড কমিউনিকেশনস সিস্টেমস-এর সঙ্গে একীভূত হওয়ার পর খরচ কমাতে ব্রডকম এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

২০১৭ সালের নভেম্বরে ব্রডকম ৫৫০ কোটি ডলারের বিনিময়ে নেটওয়ার্ক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ব্রকেইড-কে কিনে নেয়। ব্রডকম-এর পক্ষ থেকে বলা হয়, তারা পুর্নগঠন, প্রাথমিক কর্মী ছাঁটাই খরচ মিলিয়ে ২০১৮ অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে ১৪.৩০ কোটি ডলার খরচ করবে।    

কর্মী ছাঁটাই খরচের অধিকাংশই তৃতীয় প্রান্তিকে খরচের আশা করছে প্রতিষ্ঠানটি।

চলতি বছর স্বদেশীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমকে কিনতে ১০৩০০ কোটি ডলারের প্রস্তাব ঘোষণা করে ব্রডকম। কিন্তু ওই প্রস্তাব নিয়ে থাকা সব জল্পনা ভেস্তে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে এই পদক্ষেপ নেওয়ার কথা নেন তিনি।

চুক্তি সম্পন্ন হলে এটিই হতো প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি অর্থে কোনো প্রতিষ্ঠান ক্রয়ের নজির। কোয়ালকম-কে ব্রডকম কিনে নিলে তা বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইনটেল আর স্যামসাং-কে চাপের মুখে ফেলতো। আর নতুন এই জোট জায়গা করে নিতো বাজারের তৃতীয় শীর্ষ প্রতিষ্ঠানের স্থানে।

SCROLL FOR NEXT