টেক

রুশ সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেইসবুক

Byপ্রযুক্তি ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির প্রধান মার্ক জাকারবার্গ এক ফেইসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

ইন্টারনেট রিসার্চ এজেন্সি (আইআরএ) বিভিন্ন ফেইসবুক পেইজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে রাশিয়ায় জনগণের মতামত বদলে দেওয়ার চেষ্টা চালিয়েছিল- ফেইসবুক এমন প্রমাণ পেয়েছে বলে মঙ্গলবার নিজের দেওয়া ওই পোস্টে জানান জাকারবার্গ। তিনি আরও বলেন, আইআরএ “বারবার মানুষকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চেষ্টা চালিয়েছে ও প্রতারণামূলক আচরণ করেছে”। সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রভাবিত করতেও এই সংস্থা শত শত ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছে বলেও দাবি করেছেন তিনি, খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র।

ফেইসবুকের নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স স্ট্যামোস আরেক পোস্টে জানান, সরিয়ে ফেলা অধিকাংশ অ্যাকাউন্টই রাশিয়া থেকে তৈরি করা হয়েছিল। রাশিয়া বা আলজেরিয়া, উজবেকিস্তান আর ইউক্রেইনের মতো রুশভাষী দেশগুলোকে লক্ষ্য করে এই অ্যাকাউন্টগুলো বানানো হয়েছিল।

SCROLL FOR NEXT