টেক

ইন্টারনেট স্যাটেলাইট উৎক্ষেপণ পেছালো স্পেসএক্স

Byপ্রযুক্তি ডেস্ক

১৭ ফেব্রুয়ারি স্যাটেলাইটটি উৎক্ষেপণের কথা ছিল মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির। উৎক্ষেপণের কয়েক ঘন্টা আগে তারিখ পিছিয়ে ২১ ফেব্রুয়ারিতে নিয়েছে তারা, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট-এর প্রতিবেদনে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ভ্যানডেনবার্গ লঞ্চপ্যাডে শেষ পর্যায়ের পরীক্ষা চালাতে কর্মীদের আরও কিছুটা সময় লাগবে।

পুরোপুরি পুনব্যবহারযোগ্য রকেট উৎক্ষেপণের খুব কাছাকাছি রয়েছে স্পেসএক্স। ফ্যালকন ৯ রকেটের মালামাল সুরক্ষিত করতে এটি আরও আপগ্রেড করেছে প্রতিষ্ঠানটি। রকেট এবং মালামাল সুরক্ষিত আছে বলেও নিশ্চিত করেছে তারা।

এই রকেটে মূলত স্প্যানিশ রেডার ইমেজিং স্যাটেলাইট পাঠাবে মার্কিন প্রতিষ্ঠানটি। কিন্তু এর সঙ্গে স্পেসএক্স-এর নিজস্ব মাইক্রোস্যাট-২এ এবং মাইক্রোস্যাট-২বি ইন্টারনেট স্যাটেলাইট কক্ষপথে পাঠানোর কথা রয়েছে।

উৎক্ষেপণ সফল হলে এই স্যাটেলাইটগুলো বিশ্ব জুড়ে গিগাবিট গতিতে ইন্টারনেট সেবা দেবে।

সম্প্রতি সফলভাবে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট ফ্যালকন হেভি উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। এই রকেটটিতে করে টেসলা’র একটি রোডস্টার গাড়ি মহাকাশে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে ফ্যালকন ‘সুপার হেভি’ বানানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

SCROLL FOR NEXT