টেক

অন্যের পোস্ট শেয়ারের সুবিধা আনছে ইনস্টাগ্রাম

Byপ্রযুক্তি ডেস্ক

যাদের অ্যাকাউন্ট ‘পাবলিক’ করে রাখা, তাদের পোস্ট-ই এই স্টোরিজের জন্য ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ। তবে, যদি কোনো পাবলিক অ্যাকাউন্টধারী তার কোনো পোস্ট এভাবে ব্যবহার করতে দিতে না চান, তবে তার জন্য সে অপশনও রাখা হয়েছে, খবর আইএএনএস-এর।

অনেক ব্যবহারকারীর মধ্যে “অন্যের কনটেন্টের স্ক্রিনশট নিয়ে তা নিজেদের স্টোরিজ-এ দেওয়ার অভ্যাস আছে”,  এ কারণে এটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হবে- এমনটাই বলা হয়েছে সাইটটির প্রতিবেদনে।

ফেইসবুক অধীনস্থ ছবি শেয়ারিং সাইটটিতে আরও বলা হয়, “ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে মূহুর্তগুলো শেয়ার করা আরও সহজ করতে আমরা সবসময় পরীক্ষা চালাচ্ছি।” 

চলতি বছর জানুয়ারিতে ইনস্টাগ্রাম শুধু টেক্সট দিয়ে স্টোরিজ পোস্ট দেওয়ার সুযোগ চালু করে।

SCROLL FOR NEXT