টেক

এবছরই আসতে পারে গ্যালাক্সি এক্স

Byপ্রযুক্তি ডেস্ক

গ্যালাক্সি এক্স নিয়ে গুজব চলে আসছে কয়েক বছর ধরে। ডিভাইসটির পর্দা ভাঁজ যাবে। আর ভাঁজ খুলে বড় পর্দায় ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে ডিভাইসটি, বলা হয়েছে বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।

কয়েক বছর ধরে গ্যালাক্সি এক্স নামের এই ডিভাইসটি নিয়ে কাজ করে আসছে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। কিন্তু ডিভাইসটি বাজারে আসার তারিখ নিশ্চিত করা হয়নি।

তবে, চলতি বছরই ডিভাইসটি উন্মোচন করা হতে পারে- শেষ পর্যন্ত এমন ইঙ্গিত দিয়েছে স্যামসাং। বুধবার ২০১৭ সালের আর্থিক হিসাব দিতে গিয়ে প্রতিষ্ঠানটি জানায় নমনীয় পর্দার উৎপাদন শুরু করতে যাচ্ছে তারা।

বলা হচ্ছে নতুন এ স্মার্টফোনটি বইয়ের মতো ভাঁজ করে রাখা যাবে। আর একই সঙ্গে স্মার্টফোন ও ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে ডিভাইসটি।

শুধু স্যামসাং নয় ভাঁজ করা যাবে এমন পর্দার স্মার্টফোন আনতে অন্যান্য প্রতিষ্ঠানও কাজ করছে। সম্প্রতি এমন একটি পেটেন্ট করেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান অপ্পো।

আগের বছর নভেম্বরে অ্যাপলও এমন ধরনের ডিভাইস আনতে পেটেন্ট আবেদন করেছে। পেটেন্ট থেকে ধারণা পাওয়া গেছে যে, ‘বইয়ের মতো খোলা ও বন্ধ’ করা যাবে তাদের ডিভাইস।

SCROLL FOR NEXT