টেক

উইন্ডোজ ১০-এ চলবে অফিস ২০১৯!

Byপ্রযুক্তি ডেস্ক

নতুন অফিস অ্যাপ্লিকেশনের জন্য সীমাবদ্ধতা রেখেছে মাইক্রোসফট। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, উইন্ডোজ ১০ ছাড়া অন্য কোনো সংস্করণে চলবে না সফটওয়্যারটি, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

উইন্ডোজের অন্য সংস্করণে অফিস ২০১৯ চালাতে হলে গ্রাহককে অফিস ৩৬৫ সেবায় নিবন্ধন করতে হবে। অফিস ৩৬৫ সেবায় নিবন্ধন বাড়াতেই এমনটা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ম্যাক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এধরনের কোনো সীমাবদ্ধতা রাখেনি মাইক্রোসফট।

নতুন অফিস সফটওয়্যারে পাঁচ বছর সমর্থন দেবে প্রতিষ্ঠানটি। আর গ্রাহক চাইলে সমর্থন আরও দুই বছর বাড়াতে পারবেন।

২০১৮ সালের দ্বিতীয়ার্ধে উন্মুক্ত করা হবে মাইক্রোসফট অফিস ২০১৯। আগের মতোই ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ক্লায়েন্ট অ্যাপ আউটলুক-সহ এক্সচেঞ্জ-এর সার্ভার সংস্করণ, শেয়ারপয়েন্ট এবং স্কাইপ ফর বিজনেস থাকবে সফটওয়্যারটিতে।

২০১৮ সালের মাঝামাঝি অফিস ২০১৯-এর প্রিভিউ কপি আনার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।

SCROLL FOR NEXT