টেক

সবচেয়ে বড় ৮কে টিভি আনছে এলজি

Byপ্রযুক্তি ডেস্ক

এর আগে সবচেয়ে বড় ওলেড প্যানেল ছিল ৭৭ ইঞ্চি। আর সেটি ছিল ৪কে রেজুলিউশানের। এবার ওলেড প্রযুক্তিকে আরেক ধাপ এগিয়ে ৮৮ ইঞ্চির ৮কে টিভি আনতে যাচ্ছে এলজি, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট-এর প্রতিবেদনে।

নতুন টিভির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। আর টিভির বাজার মূল্য কতো হবে তা এখনই ধারণা করা যাচ্ছে না। কনজিউমারস ইলেক্ট্রনিক শো (সিইএস) ২০১৮-এ নতুন এই টিভি উন্মোচনের কথা রয়েছে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির।

বর্তমানে ৭৭ ইঞ্চি ৪কে ওলেড টিভি রয়েছে এলজি ইলেক্ট্রনিকস, সনি ও প্যানাসনিক-এর। এই সবগুলো প্রতিষ্ঠানই এলজি ডিসপ্লে’র থেকে ওলেড প্যানেল নেয়।

এই খাতে এলজি’র মূল প্রতিদ্বন্দ্বী হলো স্যামসাং। কিন্তু সাম্প্রতিক সময়ে ওলেড টিভি থেকে নজর সরিয়ে কিউলেড টিভি তৈরিতে মনযোগ দিয়েছে স্যামসাং। তাই বর্তমানে এলজি-কে বিশ্বের সবচেয়ে বড় ওলেড প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে ধরা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ওলেড প্রযুক্তিতে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে এলজি। একই সঙ্গে মোবাইল ওলেড প্যানেল তৈরিতেও নজর দিয়েছে প্রতিষ্ঠানটি।

SCROLL FOR NEXT