টেক

এবার পিকআপ ট্রাক বানাবে টেসলা

Byপ্রযুক্তি ডেস্ক

‘মডেল ওয়াই’ ক্রসওভার গাড়ি বানানোর পরপরই পিকআপ ট্রাক তৈরির কাজ শুরু হবে বলে জানিয়েছেন মাস্ক-- খবর রয়টার্স-এর।

মঙ্গলবার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে এক টুইট বার্তায় মাস্ক বলেন, “আমি অঙ্গীকার করছি মডেল ওয়াই তৈরির পরপরই আমরা একটি পিকআপ ট্রাক বানাবো। পাঁচ বছর ধরে এটির মূল নকশা বা প্রকৌশল উপাদানগুলো আমার মাথায় রয়েছে। এটি তৈরির জন্য আমি মরিয়া হয়ে আছি।”

মডেল ৩ সেডানের মতো একই প্লাটফর্মে তৈরি করা হবে মডেল ওয়াই। ২০১৯ সালের মাঝামাঝি এটির উৎপাদন শুরু হবে বলে চলতি বছরের জুনে এক প্রতিবেদনে জানায় রয়টার্স।

চলতি বছরের জুলাইতে প্রথম পিকআপ ট্রাক তৈরির ঘোষণা দেয় টেসলা। এর পাশাপাশি একটি বাণিজ্যিক ট্রাক, পাবলিক বাস ও একটি কমপ্যাক্ট এসইউভি তৈরির ‘মাস্টার প্ল্যান’ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

আর এপ্রিলে মাস্ক বলেন, ১৮ থেকে ২৪ মাসের মধ্যে পিকআপ ট্রাকটি উন্মোচন করা হবে।

SCROLL FOR NEXT