টেক

ডেভেলপারদের জন্য উন্মুক্ত হলো অ্যালেক্সা

Byপ্রযুক্তি ডেস্ক

ডেভেলপাররা যাতে আরও নিখুঁত অ্যাপ বানাতে ও পরীক্ষা করতে পারেন এবং এর ফলে যাতে তাদের দক্ষতা বাড়ে সে কারণেই শুক্রবার নতুন এই টুলটি উন্মোচন করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

প্রাথমিকভাবে টুলটির বেটা সংস্করণ উন্মোচন করেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে অ্যামাজন জানায়, “নতুন টুল আরও নতুন ফিচার যোগ করবে, এর মধ্যে একটি ভিজুয়াল পর্দা, নতুন ভয়েস ইনপুট ক্ষমতা এবং একসঙ্গে অনেকগুলো কথোপকথন চালানো বা অনেক মানুষের সঙ্গে কথা বলার সুবিধা থাকবে।”

অ্যামাজনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পার্সোনাল অ্যাসিস্টেন্ট সেবা হলো অ্যালেক্সা। প্রথম অ্যামাজন ইকো এবং অ্যামাজন ইকো ডট ডিভাইসে এই সেবা উন্মুক্ত করা হয়।

নতুন আপডেটের কারণে অ্যালেক্সা ডিভাইস ছাড়াও ডেভেলপাররা সিমুলেটর দিয়ে তাদের দক্ষতা পরীক্ষা করতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নতুন ভয়েস ইনপুট থেকে ডেভেলপাররা বুঝতে পারবেন অ্যালেক্সা কীভাবে মুখে বলা শব্দগুলো বুঝছে এবং কীভাবে সাড়া দিচ্ছে।

সাড়া বিশ্বের জন্যই টুলটি উন্মোচন করেছে অ্যামাজন। মার্কিন, ব্রিটিশ ও কানাডিয়ান ইংরেজি এবং জাপানিজ ও জার্মান ভাষায় পাওয়া যাবে এটি।

SCROLL FOR NEXT