টেক

পাওয়ারব্যাংক আনলো টেসলা

Byপ্রযুক্তি ডেস্ক

পাওয়ারব্যাংকটিতে ইউএসবি, মাইক্রোইউএসবি এবং অ্যাপলের লাইটনিং কানেক্টর রেখেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। ১৮৬৫০ সিঙ্গল সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাওয়ারব্যাংকটিতে। ব্যাটারির ধারণক্ষমতা বলা হয়েছে ৩৩৫০ মিলিঅ্যাম্পিয়ার-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

টেসলার মডেল এস ও মডেল এক্স গাড়ির ব্যাটারিতেও একই সিঙ্গল সেল ব্যবহার করা হয়। কিন্তু গাড়ির ব্যাটারিতে এ ধরনের অসংখ্য সেল থাকে।

টেসলার সুপারচার্জারের আদলে নকশা করা হয়েছে পাওয়ারব্যাংকটি।

নতুন এ পাওয়ারব্যাংকটির মূল্য বলা হয়েছে ৪৫ মার্কিন ডলার। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখা গেছে ইতোমধ্যে সবগুলো পাওয়ারব্যাংক বিক্রি হয়ে গেছে।

সম্প্রতি ব্যাটারি প্রযুক্তির উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছে টেসলা। এ ছাড়া সৌর শক্তি উৎপাদনেও নজর দিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরই ১৫ মিনিটের মধ্যে টেসলা গাড়ির ব্যাটারি সোয়াইপ করার পেটেন্ট করেছে টেসলা।

SCROLL FOR NEXT