টেক

হোয়াটসঅ্যাপ বন্ধ করলো চীন

Byপ্রযুক্তি ডেস্ক

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয় ২৩ সেপ্টেম্বর থেকে দেশটিতে হোয়াটসঅ্যাপ বন্ধ করতে শুরু করেছে চীনা ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। সোমবার রাতে এ তথ্য জানিয়েছে বৈশ্বিক পর্যবেক্ষক নেটওয়ার্ক ওপেন অভজার্ভেটরি অফ নেটওয়ার্ক ইন্টারফিয়ারেন্স।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে কিছু গ্রাহক জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর থেকেই তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না। আগের কয়েক মাসে চীনে বেশ কয়েকবার অ্যাপটির সেবায় বিভ্রাট দেখা গেছে।

চীনের এমন পদক্ষেপ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি হোয়াটসঅ্যাপ।

অনেক আগেই ফেইসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং গুগল-সহ বেশ কিছু ইন্টারনেট সেবা বন্ধ করেছে চীন। এবার সে তালিকায় যোগ হচ্ছে হোয়াটসঅ্যাপ।

বন্ধ করা হলেও দেশটিতে কিছু মানুষ ভিপিএন ব্যবহার করে এই সেবাগুলো ব্যবহার করে আসছিলেন। কিন্তু ভিপিএন বন্ধ করতে এ বছরই উদ্যোগ নিয়েছে চীনা সরকার।

র‍্যান্ড কর্পোরেশন-এর জেষ্ঠ্য আন্তর্জাতিক সুরক্ষা গবেষণা বিশ্লেষক টিমথি হিথ বলেন, হোয়াটসঅ্যাপ-এর দৃঢ় এনক্রিপশন পছন্দ করেনি চীনা সরকার।

সিএনএন-কে হিথ বলেন, “সরকার ইন্টারনেট যোগাযোগ পর্যবেক্ষণ করতে চায় এবং এজন্যই তারা তাদের নাগরিকদের এমন প্রযুক্তি ব্যবহার করাতে চায়, যা তারা অ্যাকসেস ও পর্যবেক্ষণ করতে পারবেন।”

SCROLL FOR NEXT