টেক

ফাঁস হল আইফোন ডামি

Byপ্রযুক্তি ডেস্ক

অ্যাপলের নতুন আইফোন যদি ডামির সঙ্গে মিল থাকে তবে এর পেছনে অ্যালুমিনিয়ামের পরিবর্তে গ্লাস ব্যবহার করা হবে। এই ডামি আইফোনের ছবি ফাঁস করেছেন সনি ডিকসন, যিনি এর আগেও অনেক ডিভাইসের তথ্য ফাঁস করেছেন।

এর আগে কেবল আইফোন ফোর এবং ফোরএস মডেলের পেছনে গ্লাসের ব্যবহার ছিল।

নতুন আইফোনের পেছনে গ্লাস রাখায় ধারণা করা হচ্ছে এতে ওয়্যারলেস ইন্ডাক্টিভ চার্জিং সুবিধা রাখা হবে, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

সামনের মাসেই আইফোনের তিনটি নতুন মডেলের ঘোষণা দেবে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। এর মধ্যে সম্পূর্ণ নতুন আইফোন ৮-এ বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে। তবে, ২০১৮ সালের আগে এটি বাজারে আসবে না বলেও বলা হচ্ছে।

এর পাশাপাশি আইফোন ৭ মডেলের নতুন সংস্করণ আইফোন ৭এস ও ৭এস প্লাস আনা হতে পারে।

আইফোন ৭এস নয় আইফোন ৮-এ ওয়্যারলেস চার্জিং আনা হবে বলেও জোর গুঞ্জন রয়েছে। গ্রীষ্মের শুরুতে চুক্তভিত্তিক ডিভাইস প্রস্তুতকারক তাইওয়ানিজ প্রতিষ্ঠান ফক্সকন-এর কয়েকজন কর্মী জানায় আইফোন ৭এস-এ গ্লাসের বদলে অ্যালুমিনিয়াম বডি রাখা হবে এবং এতে ওয়্যারলেস চার্জিং থাকবে না।

SCROLL FOR NEXT