টেক

সাইবার নিরাপত্তায় মাইক্রোসফট

Byপ্রযুক্তি ডেস্ক

রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, ১০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি অধিগ্রহণে রাজী হয়েছে মাইক্রোসফট।

মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে সদরদপ্তর রয়েছে হেক্সাডাইট-এর, আর গবেষণা কেন্দ্র রয়েছে ইসারায়েলে।

সাইবার হামলায় স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানায় হেক্সাডাইট-এর প্রযুক্তি। প্রতিষ্ঠানটির দাবি এতে উৎপাদন বাড়ে এবং ব্যবসার খরচ কমে।

বেশ কিছু নামী বিনিয়োগকারী প্রতিষ্ঠান রয়েছে হেক্সাডাইট-এর। এর মধ্যে এইচপি ভেনচার, টেনইলেভেন এবং ওয়াইএল-এর মতো প্রতিষ্ঠানও রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে মাইক্রোসফটের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, সামনের বছরগুলোতে সাইবার নিরাপত্তায় গবেষণা এবং উন্নয়নের জন্য বার্ষিক ১০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করবে তারা। ইতোমধ্যেই এই বিনিয়োগ থেকে ইসরায়েল লাভবান হয়েছে বলে দাবী করা হচ্ছে।

প্রতিষ্ঠান ক্রয়ের ব্যাপারে জানতে মাইক্রোসফট এবং হেক্সাডাইট-এর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকেই মন্তব্য পাওয়া যায়নি।

SCROLL FOR NEXT