টেক

অ্যাপল ক্যাম্পাসে গাছের বাহার

Byপ্রযুক্তি ডেস্ক

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, বেই এরিয়াতে অ্যাপল ক্যাম্পাসে গাছের জন্য নতুন ট্রানজিট সেন্টার নেওয়া হয়েছে। স্থাপত্যবিদদের ধারণা ৪৬৯টি গাছ আসবে ওই ট্রানজিট সেন্টার থেকে।

এখানেই শেষ নয়, স্যান ফ্রান্সিসকো ক্রনিক্যাল-এর প্রতিবেদনে বলা হয়েছে নতুন ক্যাম্পাসে তিন হাজার গাছ লাগবে অ্যাপলের। ট্রানজিট সেন্টারে অ্যাপলের চাহিদা মতো গাছ লাগানো হবে বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পরিবেশের দিকে নজর দিয়েছে অ্যাপল। পরিবেশ দূষণ কমাতে এবং আবহাওয়া ভালো করতে ইতোমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিতে দেখা গেছে প্রতিষ্ঠানটিকে। এবার নতুন ক্যাম্পাসকেও পরিবেশবান্ধব করছে তারা।

চলতি বছরের এপ্রিলে ৫০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নবনির্মিত ক্যাম্পাসটি খোলা হবে বলে জানিয়েছে অ্যাপল। ১৭৫ একর জায়গা জুড়ে নির্মিত নতুন এই ক্যাম্পাসে প্রায় ১২ হাজারের অধিক কর্মীকে স্থানান্তর করতে ছয় মাসেরও বেশি সময় লেগে যাবে।

গোলাকার এই স্থাপনাকে অ্যাপল নাম দিয়েছে ‘অ্যাপল পার্ক’। নির্মিত হওয়ার নির্ধারিত সময়ের তুলনায় কয়েক মাস পিছিয়ে রয়েছে এটি, জানান এর সাবেক নির্মাণ পরিচালক। দেরির পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এক সাবেক নির্মাণ ব্যবস্থাপক উদাহরণ দিয়ে বলেন, শুধু একটি দরজার হাতলের নকশা করতেই দেড় বছরের বেশি সময় লেগেছে।

SCROLL FOR NEXT