টেক

গুগল সিমেনটেক দ্বন্দ্ব

Byপ্রযুক্তি ডেস্ক

ওয়েবসাইট নিরাপদ রাখতে সিমেনটেক যে পন্থা অবলম্বন করছে তাতে অসম্মতি রয়েছে গুগলের। গুগলের দাবী ওয়েবসাইটের নিরাপত্তায় সিমেনটেক যে সনদপত্র দিয়ে থাকে তা দুর্বল একটি পদক্ষেপ, জানিয়েছে বিবিসি।

এই সনদপত্রের মাধ্যমেই হাজারো ওয়েবসাইটের নিরাপত্তা চিহ্নিত করা হয়। গুগল জানিয়েছে তারা ক্রোম ব্রাউজার থেকে কিছু সিমেনটেক সনদ বাদ দেবে। ফলে এসব সনদপত্র এড়িয়ে যাবে ক্রোম ব্রাউজার।

গুগলের এমন দাবীর জবাবে সিমেনটেক জানিয়েছে, গুগলের দাবী “অতিরঞ্জিত এবং বেপরোয়া।”

ওয়েবসাইটের নিরাপত্তায় যেসব বড় প্রতিষ্ঠান সনদ দিয়ে থাকে তার মধ্যে সিমেনটেক একটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির নতুন সংস্করণে ওয়েবসাইটের নিরাপত্তা এবং গোপনীয়তা আরও ভালো হবে বলে জানানো হয়।

এদিকে গুগলের দাবী নিরাপত্তার ক্ষেত্রে সিমেনটেক যে পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট নয়। আগের কয়েক বছরে সিমেনটেকের প্রায় ৩০ হাজার সনদে সন্দেহ করেছে গুগল।

গুগলের এমন দাবী প্রত্যাখ্যান করেছে সিমেনটেক। তাদের দাবী মাত্র ১২৭টি সনদ ভুলভাবে অনুমোদন দেওয়া হয়েছিল।

“সনদ দেওয়ার ক্ষেত্রে আমরা যে পরিমাণ নিরাপত্তার বিষয় বিবেচনা করি অন্যান্য সনদদাতারা এখনও এত দূর পৌঁছেনি।” বলেছে সিমেনটেক।

SCROLL FOR NEXT