টেক

ইসরায়েলি ‘মোবাইলি’ কিনছে ইনটেল

Byপ্রযুক্তি ডেস্ক

অর্থ ও বাণিজ্যবিষয়ক ইসরায়েলি দৈনিক দ্যমার্কার-এর বরাত দিয়ে রয়টার্স জানায়, ১৪০০ থকে ১৫০০ কোটি মার্কিন ডলারে মোবাইলি কিনবে ইনটেল।

গাড়ির জন্য সংঘর্ষ এড়ানোর সেন্সর সরবরাহ করে থাকে মোবাইলি। চুক্তিটি সম্পন্ন হলে এটি হবে ইসরায়েলি কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বড় অধিগ্রহণ।

চলতি বছরের দ্বিতীয়ার্ধে ৪০টি স্বচালিত গাড়ির পরীক্ষা চালাতে ইতোমধ্যেই বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউয়ের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠান দু’টি। আগের বছর জুলাইয়ে ইনটেল ও মোবাইলি’র সঙ্গে চুক্তির কথা নিশ্চিত করেছে বিএমডাব্লিউ।

২০২১ সালের মধ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি আনার পরিকল্পনা রয়েছে বিএমডাব্লিউ-এর।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় মোবাইলি। ২০১৪ সালে নিউ ইয়র্ক শেয়ার বাজারে নাম লেখায় প্রতিষ্ঠানটি, যার বাজার মূল্য ১০৬০ কোটি মার্কিন ডলার।

চুক্তির ব্যাপারে জানতে ইনটেল ও মোবাইলি’র সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকেই তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

SCROLL FOR NEXT