টেক

থমকে গেল প্রথম আইফোন

Byপ্রযুক্তি ডেস্ক

প্রথম আইফোনের কার্যকারিতা বন্ধের পেছনে মূল কারণ হল মার্কিন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি আনুষ্ঠানিকভাবে তাদের ২জি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। আর প্রথম আইফোনটি ছিল কেবল ২জি নেটওয়ার্কভিত্তিক।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানায় ১ জানুয়ারি হতে ২ জি নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে এটিঅ্যান্ডটি।

প্রথম আইফোনে সিম পরিবর্তন করার কোনো ব্যবস্থা রাখা হয়নি। কারণ এটি শুধু এটিঅ্যান্ডটি-এর ‘ই’ বা এজ নেটওয়ার্ক নামে পরিচিত ২জি নেটওয়ার্কের জন্যই তৈরি করা হয়েছিল।

২জি নেটওয়ার্ক বন্ধ করায় শুধু আইফোনই নয় অন্যান্য ফিচার ফোন যেগুলো এই নেটওয়ার্কে চলে সেগুলোও অকার্যকর হয়ে যাবে বলে জানিয়েছে ব্যবসায়বিষয়ক প্রকাশনা বিজনেস ইনসাইডার। তবে, শুধু যুক্তরাষ্ট্রেই এই ফিচার ফোনগুলো বন্ধ হবে। অন্যান্য দেশে যেখানে ২ জি নেটওয়ার্ক রয়েছে সেখানে এই ফিচার ফোন আগের মতোই কাজ করবে।

এ বছরেই দশ বছরে পা দিয়েছে অ্যাপলের আইফোন। ২০০৭ সালের ৯ জানুয়ারি প্রথম আইফোন উন্মোচন করেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস।

SCROLL FOR NEXT