টেক

ইনস্টাগ্রামে লাইভ ভিডিও?

Byপ্রযুক্তি ডেস্ক

এক রুশ সংবাদ সাইটের এক প্রতিবেদনে ইনস্টাগ্রাম স্টোরিতে বোল্ড হরফে 'লাইভ; লেখা ব্যানার দেখা গেছে বলে জানিয়েছে মার্কিন প্রযুক্তি সাইট ভার্জ। টি জার্নাল নামের ওই সাইটের প্রতিবেদনে ইনস্টাগ্রাম থেকে সরাসরি সম্প্রচারের জন্য ইউজার ইন্টারফেইসও দেখা যায়।

এ দিকে, এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অ্যাপভিত্তিক ফটো শেয়ারিং সাইটটি। সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিজ্ঞতাই ভবিষ্যৎ বলে বিশ্বাস করে ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান ফেইসবুক। 

অ্যান্ড্রয়েডে ইনস্টাগ্রামের বেটা সংস্করণ ব্যবহারের সময় লাইভ বাটন দেখার কথা জানিয়েছেন এক ব্যবহারকারী।

সোশাল মিডিয়া জায়ান্ট ফেইসবুক ২০১৫ সাল থেকেই ভিডিও প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশে লক্ষ্যস্থির করে এগুচ্ছে

ভিডিও কন্টেন্টগুলোকে ব্যবহারকারীদের নজরে আনতে ফেইসবুক যে মিডিয়া প্রতিষ্ঠানগুলোর পেছনে ভালোই খরচ করছে, তার প্রভাব স্পষ্ট। ২০১৫ সালের জুলাইয়ে সিএনএন-এর ফেইসবুক পেইজে ১,০৫১টি পোস্ট ছিলো। এর মধ্যে নেটিভ ভিডিও ছিলো ২২টি এবং পেইজে লাইক, কমেন্ট ও শেয়ারের মোট সংখ্যা ছিলো ৯৭,৩৩০। অন্যদিকে, গত মাসে এই পেইজে প্রায় একই সংখ্যক পোস্ট থাকলেও ভিডিও কন্টেন্ট ছিলো জুলাইয়ের সংখ্যার দশগুণ - মোট পোস্টের সংখ্যার ২২ শতাংশ। আর তাতে লাইক, কমেন্ট ও শেয়ারের মোট সংখ্যাটা ছিলো অনেকটাই বিস্ময়কর - প্রায় ২০ লাখ।

SCROLL FOR NEXT