টেক

ডেল্টার ফ্লাইট বিপর্যয়ে ছয় ঘণ্টা ভোগান্তি

Byতাহমিন আয়শা মুর্শেদ

সৃষ্ট ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি আর যুক্তরাজ্যের অনেকগুলো ফ্লাইট স্থগিত করা হয়। বিমানবন্দরে চেক-ইন সিস্টেম, যাত্রী নিরীক্ষণ, এয়ারলাইন এর ওয়েবসাইট এবং স্মার্টফোনের অ্যাপ সোমবার ‘সিস্টেম ফেইলিয়রের’ শিকার হয়। প্রায় ছয় ঘণ্টা পর, ডেল্টা কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট সীমিতভাবে শুরু হতে যাচ্ছে; তবে তারা চালু হওয়া ফ্লাইটগুলো বিলম্ব আর বাতিলের সম্ভাবনা থাকতে পারে বলে সতর্ক করে দেন।

বিবিসি এর তথ্যানুসারে, বিমানবন্দরের এজেন্টরা বোর্ডিং পাস হাতে লিখতে বাধ্য হন। তবু শেষরক্ষা করতে পারেনি প্রতিষ্ঠানটি।  সোমবার ভোর পর্যন্ত প্রায় ডজন ডজন ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় ডেল্টা।

“সব জায়গায় আমাদের সিস্টেম বসে গেছে” —টুইটারে গ্রাহকদের জানানো হয়।

বিশ্বজুড়ে এমন অনাকাংক্ষিত ঘটনায় কয়েক হাজার গ্রাহক, চেক ইনের সুদীর্ঘ লাইনে দাঁড়ানো আর বিমানবন্দরের মেঝেতেই ঘুমিয়ে পড়ার মতো ভোগান্তি শিকারের অভিযোগ জানান দিনভর।

ডেল্টা থেকে দেওয়া প্রতিষ্ঠানটির সিইও-র এক ভিডিও বিবৃতিতে বলা হয়, বিদ্যুত বিভ্রাটের জন্য প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে বিপর্যয় ঘটেছিল। সমস্যাটি সমাধানের পরও প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের সতর্ক করা হয়। আরও বলা হয় যে পুরো ব্যবস্থা স্থিতিশীল হতে কিছুটা সময় লাগবে। সেপর্যন্ত ফ্লাইট বিলম্ব বা বাতিলের মতো ঘটনা ঘটতেও পারে।

আইএটিএ এর তথ্যানুযায়ী, যাত্রী বহনের দিক থেকে এয়ারলাইনগুলোর মধ্যে ডেল্টা তৃতীয়।

এয়ারলাইন কর্তৃপক্ষ যাত্রীদেরকে পরামর্শ দিয়েছেন যে, তারা যেন এয়ারপোর্টে আসার আগে তাদের ফ্লাইটের অবস্থা সম্পর্কে নিশ্চিত হয়ে আসেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডেল্টার সদরদপ্তরের কাছে অবস্থিত আটলান্টায় পুরো রাতজুড়ে বিদ্যুত বিভ্রাটের এই ঘটনা ঘটে।

SCROLL FOR NEXT