টেক

তাইওয়ানে খুলছে প্রথম অ্যাপল স্টোর

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইনের অনেক প্রতিষ্ঠান এই দ্বীপেরই। জুনে দেশটিতে অ্যাপল একটি বন্ড অফারিংয়ের মাধ্যমে ১৩৮ কোটি মার্কিন ডলার সংগ্রহ করে।

শুক্রবার অ্যাপলের ওয়েবসাইটে নতুন নিয়োগের খবর প্রকাশ করা হয়। ‘তাইওয়ানের অ্যাপল স্টোরের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একজন প্রশিক্ষক’ খোঁজা হচ্ছে বলে ওই খবরে বলা হয়। সেই সঙ্গে আরও অনেক পদের জন্য প্রার্থী চাওয়ায় প্রতিষ্ঠানটি তাইওয়ানে একটি পুরো দল খুঁজছে বলে বোঝা যায়, ভাষ্য রয়টার্সের।

খুঁটিনাটি তথ্য না জানালেও ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক প্রতিষ্ঠানটি তাইওয়ানে প্রথম অ্যাপল স্টোর খোলার পরিকল্পনা করছে বলে নিশ্চিত করেছে।

প্রতি বর্গফুটে সর্বোচ্চ বিক্রির জন্য অ্যাপল স্টোর খুচরা ব্যবসায়ের বিশ্বে অনেকেরই হিংসার বস্তু। কিন্তু অনেকের মতে, ১৫ বছর আগে খোলা এই অ্যাপল স্টোর তাদের তীক্ষ্ণতা হারিয়ে ফেলেছে।

এ বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের আইফোন তাদের বিক্রিতে প্রথমবারের জন্য পতন দেখেছে। অনেকদিন ধরেই প্রতিষ্ঠানটি দমিয়ে যাওয়া স্মার্টফোন বাজারের সঙ্গে লড়াই করছিল।

আগের অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে হংকং আর তাইওয়ানসহ অ্যাপলের চীনের মোট আয় ২৬ শতাংশ নেমে যায়।

SCROLL FOR NEXT