টেক

ফেইসবুকে ‘গৌরবের ভিডিও’: আটক চোর

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফ্লোরিডার পাইনক্রেস্ট পুলিশের বরাতে রয়টার্স জানায়, ১৮ বছর বয়সী রেডেরিয়াস গ্লেন কলিন্স ও তার দুই সহযোগী ২৭ মে একটি বাড়ি থেকে পাঁচ লাখ ডলারেরও বেশি মূল্যের এবং অন্য একটি বাড়ি থেকে ১০ হাজার ডলারেরও বেশি মূল্যের গয়না ও একটি স্ক্রুড্রাইভার চুরি করেন। পরবর্তীতে গ্লেন ফেইসবুকে সাত মিনিটের একটি ভিডিও আপলোড করেন, যাতে তাদের এ 'অভিযানের' ফল নিয়ে বড়াই করতে থাকেন তিনি। এ ভিডিও থেকেই পুলিশ তাকে শনাক্ত করে আটক করে। আর চুরি যাওয়া স্ক্রুড্রাইভারের সূত্র ধরে তার এক সহযোগী ২৭ বছর বয়সী মার্কাস টেরেল পার্কারকে ৯ জুন গ্রেপ্তার করা হয়।

পাইনক্রেস্ট-এর যোগাযোগবিষয়ক পরিচালক মিশেল হ্যামনট্রি রয়টার্সকে জানান, আপলোডকৃত ভিডিওটি থেকেই এ চুরির ঘটনায় সংশ্লিষ্ট তদন্ত পরিচালনা এবং জড়িতদের শনাক্ত ও আটক করা হয়।

এ ঘটনা সম্পর্কে তিনি বলেন, "এ ছিল শুধুই মূর্খতার উপরে মূর্খতা।"

ফ্লোরিডা পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন তৃতীয় ব্যক্তিকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয় নি।

SCROLL FOR NEXT