টেক

আইসিসিআইটি এবার এমআইএসটিতে

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলাদেশসহ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া, তুরস্ক ও গ্রিসের বিশেষজ্ঞ ও গবেষকরা এই সম্মেলনে অংশ নেবেন। অ্যালগরিদম, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়ো-ইনফরমেটিক্স, নেটওয়ার্কিং অ্যান্ড ওয়্যারলেস কমিউনিকেশনস, ক্লাউড কম্পিউটিং, ডেটাবেজ সিস্টেম, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন, ডেটা ভিজুয়ালাইজেশন অ্যান্ড সিমুলেশন, প্যাটার্ন রিকগনিশন, রোবোটিক্স, সিস্টেম সিকিউরিটি অ্যান্ড কন্ট্রোল, গেইম অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড প্যারালাল প্রসেসিং এবং এম্বেডেড সিস্টেমসহ কম্পিউটার বিজ্ঞান এবং আইসিটি বিষয়ক সাম্প্রতিক গবেষণা ও আলোচনা অনুষ্ঠিত হবে এই সম্মেলনে।

৩ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার এবং রবি আজিয়াটা লিমিটেডের কান্ট্রি হেড মোহাম্মদ মনযুর রহমান উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

সম্মেলনের মাধ্যমে তথ্য প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন ও মজবুত উন্নয়নের নতুন দ্বার উন্মোচনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে বিশেষ অবদান রাখবে বলে আশা করা হয়। এ সম্পর্কে এমআইএসটির গবেষণা ও উন্নয়ন শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহায়েল হোসেন খান বলেন, “এমআইএসটিতে আইসিসিআইটি-২০১৫ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন তথ্য ও প্রযুক্তির উৎকর্ষ সাধনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

SCROLL FOR NEXT