টেক

প্লুটোর সারাদিন

Byআজমল বশির শিহাব
এক পলকে প্লুটোর একদিনের বিভিন্ন রূপ। ছবি: নাসা

নাসার ওয়েবসাইটে বলা হয়েছে, চলতি বছর জুলাই মাসে নাসার মহাকাশযানটি ওই অভিযান চালায়। প্লুটোর একদিন পৃথিবীর ৬.৪ দিনের সমান।

৪ লাখ থেকে ৫০ মাইল দূরত্বে থেকে প্লুটোর কতগুলো ছবি তুলেছে ওই মহাকাশযান। এই পুরো দিনের তোলা ছবিগুলোকে একটি ছবিতে নিয়ে এসেছে নাসা, যার ফলে এক পলকেই দেখা যাবে প্লুটোর সারাদিন।

নাসার তোলা প্লুটোর উপগ্রহ শ্যারনের একদিনের ছবিগুলোর একটি। ছবি: নাসা

নাসার তোলা প্লুটোর উপগ্রহ শ্যারনের একদিনের ছবিগুলোর একটি। ছবি: নাসা

নাসার তোলা প্লুটোর উপগ্রহ শ্যারনের একদিনের ছবিগুলোর একটি। ছবি: নাসা

নাসার তোলা প্লুটোর উপগ্রহ শ্যারনের একদিনের ছবিগুলোর একটি। ছবি: নাসা

প্লুটোর সবচেয়ে বড় উপগ্রহ শ্যারনের দিনের দৈর্ঘ্য ও প্লুটোর মতো একই। এর ও একদিনের ছবিও প্রকাশ করেছে নাসা। প্লুটোর মতো শ্যারনের পৃষ্ঠে কোনো নাটকীয় ফিচার দেখা যায়নি।
SCROLL FOR NEXT