পুঁজিবাজার

ডাচ্-বাংলা ব্যাংকের ৩০% লভ্যাংশ অনুমোদন

Byনিজস্ব প্রতিবেদক

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় ২০২০ সালের জন্য ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এই সভায় অনেক শেয়ারহোল্ডার অংশ নেন।

সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ অনুযায়ী ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উপস্থাপন এবং অনুমোদন করা হয়।

শেয়ারহোল্ডাররা ব্যাংকের ২০২০ সালের কার্যক্রম নিয়ে মতামত দেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রস্তাব দেন।

সভায় জানানো হয়, ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ হাজার ২৩৫ কোটি ৫৪ লাখ টাকা, যা আগের বছর ছিল ৩৯ হাজার ৩৬কোটি ২ লাখ টাকা।

২০২০ সাল শেষে ব্যাংকের দেওয়া ঋণের পরিমাণ ছিল ২৭ হাজার ৩৩৮ কোটি ২৯ লাখ টাকা, যা আগের বছরে ছিল ২৫ হাজার ৬২৩ কোটি ৯৭ লাখ টাকা।

ব্যাংকটি ২০২০ হিসাব বছরে কর পরবর্তী নিট মুনাফা করেছে ৫৪৯ কোটি ৮৭ লাখ টাকা, যা আগের বছরে ছিল ৪৩৪ কোটি ১৪ লাখ টাকা।

সভায় ব্যাংকের পরিচালক হিসেবে আবেদুর রশীদ খানের পুনঃনিয়োগ অনুমোদন করা হয়।

একই সঙ্গে ২০২১ সালের জন্য কোম্পানির নিরীক্ষক হিসেবে মেসার্স হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, চাটার্ড একাউন্ট্যান্টস এবং করপোরেট গভর্নেন্স নিরীক্ষক হিসেবে মেসার্স এ. কাসেম অ্যান্ড কোং -এর নিয়োগ অনুমোদন করা হয়।

SCROLL FOR NEXT