পুঁজিবাজার

পুঁজিবাজারে সূচকের উত্থান

Byনিউজ ডেস্ক

এর মধ্যে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

মঙ্গলবার দিন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৯০৩ পয়েন্টে অবস্থান করছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট ও ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়েছে।

হাতবদল হওয়া ৩৫০টি কোম্পানির শেয়ার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৯টির।

ঢাকার বাজারে এদিন ৬৬৩ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৪০ কোটি ৩৬ লাখ টাকা কম।

এদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৯৯ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে দিন শেষে ১৪ হাজার ৯০ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে।

চট্টগ্রামের বাজারে হাতবদল হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৪ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ২ কোটি ১৮ লাখ টাকা বেশি।

SCROLL FOR NEXT