পুঁজিবাজার

লেনদেন বাড়লেও সূচক কমেছে পুঁজিবাজারে

Byনিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯০১ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের এই অংক আগের দিনের চেয়ে চেয়ে ১৮২ কোটি ২৬ লাখ টাকা বেশি। সোমবার এই বাজারে ৭১৯ কোটি ১৩ লাখ টাকা লেনদেন হয়েছিল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ২৯ কোটি ৮১ লাখ টাকা লেনদেন হয়েছে। যা সোমবারের চেয়ে ৮ কোটি ২৬ লাখ টাকা বেশি।

মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩১ দশমিক ৯৫ পয়েন্টে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস৩০ ৩ দশমিক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৯ পয়েন্টে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ দশমিক ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৫৪ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৪৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

SCROLL FOR NEXT