পুঁজিবাজার

সিলভা ফার্মার আইপিও আবেদন শুরু

Byনিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

গত ১১ জুন বিএসইসির কমিশন সভায় সিলভা ফার্মাসিউটিক্যালসের আইপিও অনুমোদন দেওয়া হয়।

১০ টাকা অভিহিত মূল্যে তিন কোটি সাধারণ শেয়ার আইপিওর মাধ্যমে ছাড়বে কোম্পানিটি।

আইপিও থেকে কোম্পানিটি ৩০ কোটি টাকা সংগ্রহ করবে, যা যন্ত্রপাতি ক্রয়, কারখানা ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওতে ব্যয় করবে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৪৮ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা শূন্য ৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

SCROLL FOR NEXT