পুঁজিবাজার

দুই ঘণ্টায় ২৪৪ কোটি টাকা লেনদেন ডিএসইতে

Byনিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার বেলা ১২টা ৩৫ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫ টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

এসময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১১ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩২ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৬২২ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

SCROLL FOR NEXT