পুঁজিবাজার

আইপিও ছাড়ছে ডিজিকন টেকনোলজিস

Byনিজস্ব প্রতিবেদক

এ দুটি হল আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) ও জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল)।

তথ্য প্রযুক্তি খাতের এই কোম্পানির আইপিওর (প্রাথমিক গণপ্রস্তাব) ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে এই কোম্পানি দুটি।

গত ১৮ মার্চ তাদের সঙ্গে চুক্তি হয় বলে ডিজিকনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হকের উপস্থিতিতে ডিজিকনের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান শরীফ, জেসিআইএলের প্রধান নির্বাহী দীনা আহসান ও আইসিএমএল প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রহমান চুক্তিপত্রে সই করেন।

অনুষ্ঠানে ডিজিকনের পরিচালক আজমল হক আজিম, কর্মকর্তা শফিউল আলমও উপস্থিত ছিলেন।

ডিজিকনের ব্যাবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান শরীফ বলেন, “যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে ডিজিকন। আইপিওতে অংশগ্রহণ এই উদ্দেশ্যকে সফল করতে সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস।”

SCROLL FOR NEXT