পুঁজিবাজার

সূচকের বৃদ্ধিতে শেষ সপ্তাহের লেনদেন

Byনিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

এ নিয়ে মঙ্গলবার থেকে প্রায় ১০০ পয়েন্ট সূচক বাড়ল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

এর আগে সোমবার পর্যন্ত টানা সাতদিন কমেছিল সূচক।

ওইদিন ঢাকা স্টকের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান বাজার ঘুরে দাঁড়াবে বলে আশা কথা শোনান। পরদিন থেকেই বাড়তে থাকে সূচক।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪২২ কোটি টাকা ৩০ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৩৩ কোটি ২৪ লাখ টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৫০টির, কমেছে ৫০টির ও অপরিবর্তিত রয়েছ ৩৪টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৮৭০ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ১১ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৭২ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ২২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২ কোটি ৫৪ লাখ টাকা কমে কোটি ১৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৫৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১৫২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৭৯ পয়েন্টে অবস্থান করছে।

SCROLL FOR NEXT