পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী সূচক পুঁজিবাজারে

Byনিজস্ব প্রতিবেদক

রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু হয়। মাঝে কিছুক্ষণ সূচক সামান্য কমলেও সূচক ইতিবাচক রেখে দিন শেষ হয়।

প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতসহ বাজারে লেনদেনে থাকা বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

সূচকের সঙ্গে বেশিরভাগ শেয়ারের দাম বাড়লেও ঢাকা ও চট্টগ্রাম- উভয় বাজারে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি টাকা ৩৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি ৬১ লাখ টাকা কম। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতে।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৮, কমেছে ১১৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ২৪ পয়েন্ট বেড়ে প্রায় ৬ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে; ডিএসইএস বা শরিয়াহ ৬ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৪১০ পয়েন্টে ঠেকেছে; এবং ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২৬০ পয়েন্টে ঠেকেছে।

অপরদিকে রোববার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৬ কোটি ৬৭ লাখ টাকা কমে ১৭ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ৮০টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৮৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯৫৪ পয়েন্টে অবস্থান করছে।

SCROLL FOR NEXT