পুঁজিবাজার

তাল্লু স্পিনিং মিলসের লোকসান বেড়েছে

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চলতি হিসাব বছরের কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই লোকসান দেখানো হয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) তাল্লু স্পিনিং মিলসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২০ পয়সা।

এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ১২ টাকা ৮১ পয়সা।

১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যটাগরির এই কোম্পানি আগের দিনের মতোই সোমববার ১০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

SCROLL FOR NEXT