পুঁজিবাজার

মুনাফা কমেছে দি পেনিনসুলা চিটাগংয়ের

Byনিজস্ব প্রতিবেদক

২০১৭ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এই তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে ।

ভ্রমণ ও পর্যটন খাতের এই কোম্পানি প্রথম প্রান্তিকে ১৬ পয়সা শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে, যা আগের বছর এই সময় ছিল ৫০ পয়সা। সে হিসেবে মুনাফা কমেছে ৬৮ শতাংশ।

এই সময়ে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) বেড়েছে। তিন মাসে এনএভি দাঁড়িয়েছে ৩০ টাকা ৮৪ পয়সা, যা আগের একই সময়ে ছিল ৩০ টাকা ৬৮ পয়সা।

শেয়ারপ্রতি নিট কার্যকরী অর্থপ্রবাহে (এনওসিএফপিএস) অবনতি হয়েছে কোম্পানিটির। প্রথম প্রান্তিক শেষে এনওসিএফপিএস হয়েছে ঋণাত্মক ২০ পয়সা, যা আগের একই সময়ে ছিল ২৩ পয়সা।

এ ক্যাটাগরির কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৪ সালে ।

SCROLL FOR NEXT