পুঁজিবাজার

৩০ শতাংশ লভ্যাংশ দেবে লংকাবাংলা

Byনিজস্ব প্রতিবেদক

এর মধ্যে ১৫ শতাংশ বোনাস; আর বাকিটা নগদ লভ্যাংশ।

মঙ্গলবার  ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইটে জানানো হয়, পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৮৭ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ১৬ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ।

কোম্পানিটি ২০১৫ সালেও একই পরিমাণ লভ্যাংশ দিয়েছিল।

SCROLL FOR NEXT