)
খেলা

প্রথম লেগে বড় জয়ের পরও স্বস্তি পাচ্ছেন না আনচেলত্তি

Byস্পোর্টস ডেস্ক

প্রথম লেগে তিন গোলে এগিয়ে থাকার পর পা হড়কানোর ঘটনা চ্যাম্পিয়ন্স লিগে খুব বেশি নেই। লিভারপুলের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তাই এগিয়ে রাখা হচ্ছে রিয়াল মাদ্রিদকে। কার্লো আনচেলত্তি অবশ্য কিছুতেই নির্ভার হতে পারছেন না। মাদ্রিদের দলটির কোচ বলেছেন, এখনও কাজ শেষ হয়ে যায়নি।

অ্যানফিল্ডে শেষ ষোলোর প্রথম লেগে এক পর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৫-২ গোলের বড় জয় পায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

আগামী বুধবার ফিরতি লেগের লড়াইয়ে মাঠে নামবে দুই দল। বিশেষ কোনো নাটকীয়তা না হলে রিয়ালেরই শেষ আটে পা রাখার কথা।

তবে কাজটা খুব সহজ হবে বলে মনে হচ্ছে না আনচেলত্তির। ইংলিশ দলটিকে হালকাভাবে নিতে নারাজ অভিজ্ঞ এই কোচ।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাপ বরং বেশি থাকবে তাদের ওপরই।

“আমি মনে করি, মনস্তাত্ত্বিক দিক থেকে লিভারপুলের চেয়ে ম্যাচটি আমাদের জন্য আরও জটিল হবে। যাই হোক না কেন, লিভারপুলকে প্রথম মিনিট থেকে সেরা পারফরম্যান্স করতে সব উজাড় করে দিতে হবে।”

প্রথম লেগের মতো আক্রমণাত্মক ফুটবলই খেলতে চান আনচেলত্তি।

“আমাদের দুটি কাজই ভালো করতে হবে: রক্ষণ ও আক্রমণ, তবে আক্রমণের ব্যাপারে আমরা বেশি ভাবছি।”

SCROLL FOR NEXT