খেলা

৩৭ গোল করা সাবিনাকে চায় মালদ্বীপের ক্লাবগুলো

Byক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের প্রথম মহিলা ফুটবলার হিসেবে মালদ্বীপ পুলিশের হয়ে গত মৌসুমের ফুটসাল ফিয়েস্তায় খেলেন সাবিনা। দলকে ফাইনালে তোলার পথে ছয় ম্যাচে ৩৭ গোল করেন সাবিনা। 
 
বাংলাদেশ মহিলা দলের এই স্ট্রাইকার শনিবার ফুটবল ফেডারেশনে সাংবাদিকদের বলেন, “তারা (মালদ্বীপ পুলিশ) আমার পারফরম্যান্সে ‍খুশি। পরের বছর পুলিশ টিমে খেলার প্রস্তাব দিয়েছে। এছাড়া সেখানকার আরও কয়েকটি ক্লাব আমার প্রতি আগ্রহ দেখিয়েছে।”
 
ওই আসরে পাঁচ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাবিনা। ৩৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পান তিনি। এছাড়া আসরের সেরা পাঁচ খেলোয়াড়ের তালিকায়ও জায়গা পান এই স্ট্রাইকার।
 
মালদ্বীপে খেলার অভিজ্ঞতা ‘দারুণ’ ছিল উল্লেখ করে সাবিনা আরও জানান, তার জাতীয় দলের দুই সতীর্থকেও মালদ্বীপের ক্লাবগুলো দলে টানতে চায়। গোলরক্ষক সাবিনা আক্তার ও মেরিনাকে আগামী মৌসুমে মালদ্বীপের ফুটসাল ফিয়েস্তায় খেলতে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

SCROLL FOR NEXT