খেলা

রোনালদোর বর্ষসেরা হওয়া মানতে পারছেন না ক্রুইফ

Byস্পোর্টস ডেস্ক

বার্সেলোনার লিওনেল মেসি ও বায়ার্ন মিউনিখের মানুয়েল নয়ারকে হারিয়ে ২০১৪ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন রোনালদো।

টানা দ্বিতীয়বারের মতো পুরস্কারটি জিততে রোনালদো পেয়েছেন ৩৭.৬৬ শতাংশ ভোট। মেসি ১৫.৭৬ শতাংশ আর নয়ার ১৫.৭২ শতাংশ ভোট পান।

ক্রুইফ অবশ্য ফিফা-ব্যালন ডি’অর জয়ী নির্বাচনের প্রক্রিয়াতেই গলদ দেখছেন।

“ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে আপনাকে অবশ্যই ব্যক্তিগত প্রতিভার সঙ্গে শিরোপা যুক্ত করতে হবে। আর এই দিক এটা হাস্যকর যে, টানা দ্বিতীয় বছর ফিফা এমন একজন খেলোয়াড়কে পুরস্কার দিয়েছে, যে কিনা বেশিরভাগ শিরোপা জিতলেও অসাধারণ ভালো কিছু খেলতে পারেনি।”

বার্সেলোনার সাবেক তারকা ক্রুইফ অবশ্য লিওনেল মেসিকেও এবারের ব্যালন-ডি’অর জয়ের জন্য উপযুক্ত মনে করেন না।

“দুই বছর আগে বায়ার্ন সাধ্যমতো সব শিরোপাই জিতল, টনি ক্রুস বা বায়ার্নের অন্য কোনো খেলোয়াড়ের বদলে পুরস্কার পেল ক্রিস্তিয়ানো রোনালদো। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ী দলের জন্য আবার কার্যকর খেলোয়াড় ছিল ক্রুস; কিন্তু সংক্ষিপ্ত তালিকার তিনজনের মধ্যেও ছিল না সে।”

ফিফাকে উদ্দেশ করে ক্রুইফ এরপর বলেন, “ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বকাপের একজন দর্শক ছিল...অবশ্যই এই ট্রফিটাকে আমি গুরুত্বের সঙ্গে নিতে পারছি না ফিফা।”

SCROLL FOR NEXT