খেলা

ফের পয়েন্ট হারালো আর্সেনাল

Byস্পোর্টস ডেস্ক

লিগে প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারানোর পর গত সপ্তাহে এভারটনের মাঠে ২-২ গোলে ড্র করে আর্সেন ভেঙ্গারের শিষ্যরা।

লেস্টার সিটির মাঠে রোববার আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই লড়াই জমে ওঠে। এরই মধ্যে আলেক্সিস সানচেসের গোলে ২০তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল।

ফরাসি ফরোয়ার্ড ইয়াইয়া সানোগোর প্রচেষ্টা গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বল পেয়ে যান চিলির স্ট্রাইকার সানচেস। একরকম বিনা বাধায় গোলটি করেন তিনি।

এক মিনিট পরেই অবশ্য গোলটি শোধ করে দেয় লেস্টার। ডি বক্সের মধ্যে থেকে হেড করে লক্ষভেদ করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনার্দো উলোয়া।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পিছিয়ে পড়তে পারতো আর্সেনাল। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও উলোয়া লক্ষ্যভ্রষ্ট শট নিলে বেঁচে যায় গত মৌসুমে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করা দলটি।

এরপর তিন মিনিটের ব্যবধানে চারবার এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে আর্সেনাল। শেষ পর্যন্ত তাই ড্রয়ের হতাশায় মাঠ ছাড়তে হয় তাদের।

SCROLL FOR NEXT