খেলা

অবসর নিচ্ছেন না রোনালদিনিয়ো

Byস্পোর্টস ডেস্ক

গত সোমবার জানাজানি হয়ে যায় রোনালদিনিয়ো আতলেতিকো মিনেইরো ছাড়ছেন। এরপরই গুঞ্জন শুরু হয়, রোনালদিনিয়োর নতুন ঠিকানা কোথায় হতে যাচ্ছে।

রোনালদিননিয়োর ভাই ও এজেন্ট রবের্তো দে অ্যাসিস বলেছিলেন, দুই দিন পর সংবাদ সম্মেলন করে এটা জানানো হবে।

বুধবার সেই সংবাদ সম্মেলন করেন রোনালদিনিয়ো। তবে ভবিষ্যত নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না নেয়ার কথা জানান বার্সেলোনা ও এসি মিলানের সাবেক প্লে-মেকার।

"আপনাদের সত্যি বলছি, আমি এখনো ভবিষ্যৎ নিয়ে ভাবা বন্ধ করিনি... তাই আগামী সপ্তাহে দেখা যাবে আমার ভবিষ্যৎ কী হয়।"

৩৪ বছর বয়সী রোনালদিনিয়ো অবসর নেয়ার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, "না, এই সম্ভাবনা নেই ।"

২০০৪ ও ২০০৫ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রোনালদিনিয়ো ২০১২ সালে মিনেইরোতে যোগ দেন। দলটির হয়ে গত মৌসুমে লাতিন আমেরিকার সেরা ক্লাব প্রতিযোগিতা 'কোপা লিবার্তাদোরেস'সহ মোট তিনটি শিরোপা জেতেন ব্রাজিলের এই খেলোয়াড়।

তাছাড়া গত মৌসুমে লাতিন আমেরিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হন রোনালদিনিয়ো।

রোনালদিনিয়োর চলে যাওয়া মেনে নিতে পারছেন না ক্লাবটির সমর্থকরা। তবে রোনালদিনিয়ো চান, সমর্থকরা যেন তাকে ক্লাবের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা এনে দেয়া খেলোয়াড় হিসেবেই মনে রাখে।

SCROLL FOR NEXT