খেলা

সরকারের কাছে অর্থ সহায়তা চেয়েছে বাফুফে

Byক্রীড়া প্রতিবেদক

মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে একটি বাজেট জমা দিয়েছেন।

বাফুফে সভাপতি জানান, ফুটবল লিগ আয়োজন, প্রতিভা অন্বেষণ কর্মসূচি এবং খেলোয়াড়দের প্রশিক্ষণ বাবদ আমরা ৩৫ কোটি টাকা বরাদ্দ চেয়েছি ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে। তারা আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।

বৈঠকে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ক্রীড়া সচিব নূর মোহাম্মদ, বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী, সহ-সভাপতি বাদল রায় উপস্থিত ছিলেন।

এই সময় বাফুফে কর্মকর্তারা জেলা স্টেডিয়ামগুলোতে প্রতিবছর স্থানীয় লিগ আয়োজনের জন্যও বরাদ্দ চেয়েছেন। এ ব্যাপারেও ক্রীড়া প্রতিমন্ত্রী সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

SCROLL FOR NEXT