খেলা

৬ মাস পেছাল আফ্রিকান নেশন্স কাপ

Byস্পোর্টস ডেস্ক

দা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) সভাপতি পাট্রিস মটজেপে রোববার জানান, ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হবে আফ্রিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই।

আগামী বছরের জুনে শুরু হওয়ার কথা ছিল আগামী আসর। দিনক্ষণে বদল হলেও আয়োজক থাকছে কোত দি ভোয়াই।

একই সঙ্গে আগামী মৌসুমে আফ্রিকান সুপার লিগ আয়োজনের ঘোষণাও দিয়েছেন সিএএফ প্রধান। অগাস্টের ১০ তারিখ থেকে শুরু হবে যার আনুষ্ঠানিক পথচলা।

দুটি সিদ্ধান্তই এসেছে মরক্কোয় সিএএফ-এর মিটিংয়ে। আফ্রিকান নেশন্স কাপের সূচি পরিবর্তন হওয়ায় পুরনো সমস্যাটা রয়েই যাচ্ছে; দেশগুলোর অনেক খেলোয়াড়ই ওই সময় ক্লাব ফুটবলে ব্যস্ত থাকে।

একই সমস্যা সঙ্গে নিয়েই গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে হয়ে গেল সবশেষ আসর। ফাইনালে মিশরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেনেগাল।

SCROLL FOR NEXT