খেলা

লাপোর্তার সঙ্গে মতবিরোধের খবর উড়িয়ে দিলেন কুমান

Byস্পোর্টস ডেস্ক

লা লিগায় রোববার লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়। এর আগের দিন কুমান অভিযোগ করেন, লাপোর্তা ও তাকে নিয়ে মনগড়া সব গল্প ছড়ানো হচ্ছে।

“সেদিনের (কাদিস ম্যাচ) পর থেকে কিছুই ঘটেনি। আমরা বিমানে কাদিস ম্যাচ নিয়ে কথা বলেছিলাম এবং ওটা ওখানেই শেষ।”

“আমি এই বিষয় (ক্লাবে নিজের ভবিষ্যৎ) নিয়ে বেশি কিছু বলতে পারি না, কারণ আমি দীর্ঘদিন ধরে সংবাদপত্র পড়িনি।”

গুঞ্জনে কান না দিয়ে নেদারল্যান্ডসের সাবেক এই কোচ নজর দিতে চান দলের উন্নতিতে।

“গুজব সম্পর্কে আমি অবগত, কিন্তু আমাদের একমাত্র কাজ হল ম্যাচ জেতা। গুঞ্জন আছে, নাম আছে...এটা আপনাদের কাজ।”

“যেসব ব্যাপার নিয়ন্ত্রণ করতে পারি না, তা নিয়ে আমি শক্তি নষ্ট করব না।”

গত শুক্রবার কাদিসের মাঠে ঘটনাবহুল ম্যাচটি গোলশূন্য ড্র করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ফ্রেংকি ডি ইয়ং বহিষ্কার হওয়ার পর ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখেন কুমানও। ফলে আগামী দুই ম্যাচে টাচলাইনে দেখা যাবে না ৫৮ বছর বয়সী এই কোচকে।

লিগে ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে সাত নম্বরে। খেলার ধরনও হচ্ছে প্রশ্নবিদ্ধ। ফলে ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত।

SCROLL FOR NEXT