খেলা

বিলবাওয়ে ‘উইলিয়ামস ব্রাদার্স’

Byস্পোর্টস ডেস্ক

স্পেনের শীর্ষ লিগে গত বধুবার বিলবাও-ভাইয়াদলিদ ম্যাচটি ২-২ ড্র হয়। ম্যাচের ৬২তম মিনিটে বদলি নামেন ১৮ বছর বয়সী নিকো। এর ১০ মিনিট পর লা লিগায় টানা ১৯০তম ম্যাচ খেলতে নামেন ২৬ বছর বয়সী ইনাকি।

শুধুমাত্র বাস্ক অঞ্চল থেকে উঠে আসা খেলোয়াড়দের সুযোগ দেওয়া বিলবাওয়ে এই উইলিয়ামস ভাইরা ছাড়া আর একজন মাত্র কৃষ্ণাঙ্গ ফুটবলার খেলেছেন। ২০১১ সালে হোনাস রামালহো প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে দলটির জার্সিতে খেলেছিলেন।

নিকোর বড় ভাই ইনাকির বিলবাওয়ের হয়ে অভিষেক হয় ২০১৪ সালে। নিকো-ইনাকি দুই ভাই উঠে এসেছেন ঘানার শরণার্থী শিবির থেকে।

অভিষেকের পর বিলবাওয়ের অফিসিয়াল চ্যানেলে উচ্ছ্বাস প্রকাশ করেন নিকো। বড় ভাইয়ের সঙ্গে এই ক্লাবে খেলা চালিয়ে যাওয়ার আশাবাদও জানান তিনি।

“আজকের দিনটি আমার এবং আমার পরিবারের জন্য ভীষণ আনন্দের। আশা করি, আমি আমার ভাইয়ের সঙ্গে খেলা চালিয়ে যেতে পারব।”

১৯৮২ সালে সবশেষ হুলিও-পাতচি সালিনাস দুই সহোদর খেলেছিলেন বিলবাওয়ের হয়ে।

SCROLL FOR NEXT