খেলা

ইসিএর নতুন চেয়ারম্যান খেলাইফি

Byস্পোর্টস ডেস্ক

নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বুধবার এক বিবৃতিতে এই খবর দেয় ইসিএ।

ইউভেন্তুসসহ মোট ১২ দল নিয়ে ইউরোপিয়ান সুপার লিগের ঘোষণা আসার দিন গত রোববার ইসিএর সভাপতির পদ থেকে সরে দাঁড়ান আগনেল্লি। তীব্র সমালোচনার মুখে ভেস্তে যেতে বসেছে প্রস্তাবিত টুর্নামেন্টটি।

উয়েফার ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশনের প্রায় আড়াইশ ক্লাবের প্রতিনিধিত্ব করে ইসিএ। সংগঠনটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সম্মানিত বোধ করছেন বলে এক বিবৃতিতে জানান খেলাইফি।

“আমার সহকর্মী ইসিএ কার্যনির্বাহী বোর্ডের সদস্যরা আমাকে এই পদে নিয়োগ দেওয়ায় আমি সম্মানিত বোধ করছি। আমাদের সংগঠনের নেতৃত্ব, সততা ও ঐক্য ইউরোপিয়ান ফুটবলে যে কোনো সময়ের চেয়ে বর্তমান কঠিন এই মুহূর্তে বেশি প্রয়োজন।”

সকলের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন খেলাইফি।

“আমি, আমার সহকর্মী ইসিএ বোর্ডের সকল সদস্যবৃন্দ ও সংগঠনের ক্লাবগুলো ইউরোপের সকল ক্লাবের ন্যায়সঙ্গত ও একক কণ্ঠ হিসেবে ইসিএর ভূমিকাকে আরও জোরদার করতে চাই।”

SCROLL FOR NEXT