খেলা

রিয়ালে আসলে মেসিকে নিজ বাড়িতে রাখতে চান রামোস

Byস্পোর্টস ডেস্ক

আগামী ৩০ জুন শেষ হবে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ। সম্প্রতি এক ভার্চুয়াল সাক্ষাৎকারে ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন রামোস। সেখানেই রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারের রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।

“মেসিকে রিয়াল মাদ্রিদে স্বাগত জানাতে পারলে খুব খুশি হতাম…সেক্ষেত্রে প্রথম কয়েক সপ্তাহ তাকে আমার বাড়িতে রাখার সব ব্যবস্থাও করব।”

“তার সেরা সময়ের বছরগুলোতে তাকে সামলাতে আমাদের বেগ পেতে হয়েছিল। তাই তার মুখোমুখি না হতে হলে ভালোই হবে…সে আমাদের জিততে ও আরও সাফল্য পেতে অবদান রাখতে পারবে।”

এ মৌসুম শেষে রামোসের চুক্তিও শেষ হবে রিয়ালের সঙ্গে। এবার প্রশ্নটা তাই উল্টে গেল; রামোসকে কি বার্সেলোনায় দেখা যেতে পারে? উত্তরের সঙ্গে বাস্তবতাও তুলে ধরলেন রামোস।

“কোনো সম্ভাবনা নেই…(হুয়ান) লাপোর্তার (বার্সেলোনার নতুন সভাপতি) সঙ্গে আমার সম্পর্কটা দারুণ, কারণ আমি তাকে অনেক পছন্দ করি। তবে জীবনে এমন কিছু জিনিসও আছে যা অর্থ দিয়ে কেনা যায় না। যেমন চাভি (এরনান্দেস) বা (জেরার্দ) পিকেকে কখনও রিয়ালে আসতে দেখা যাবে না…।”

SCROLL FOR NEXT