খেলা

৮ গোলের রোমাঞ্চ শেষে ম্যাচ ড্র

Byক্রীড়া প্রতিবেদক

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শনিবার ম্যাচটি ড্র হয় ৪-৪ গোলে।

জয়ের সম্ভাবনা জাগিয়ে হারিয়ে ফেললেও প্রথম পয়েন্টের স্বাদ লিগ টেবিলে তলানিতে থাকা আরামবাগ ক্রীড়া সংঘ। ৯ ম্যাচে উত্তর বারিধারার পয়েন্ট ৬।

ম্যাচের ত্রয়োদশ মিনিটে ক্রিস্টোফার চিজোবার গোলে এগিয়ে যায় আরামবাগ। দুই মিনিট পরই উত্তর বারিধারাকে সমতায় ফেরান আরিফ হোসেন। 

উত্তর বারিধারা দল। ফাইল ছবি

উত্তর বারিধারা দল। ফাইল ছবি

এরপর ২২তম মিনিটে চিজোবা ও ৪০তম মিনিটে নিহাত জামান উচ্ছ্বাসের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আরামবাগ।

দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ঝড়ে দৃশ্যপট বদলে দেয় উত্তর বারিধারা। টানা তিন গোল করে লিগে প্রথম জয়ের সম্ভাবনা জাগায় তারা। ৫২ ও ৫৬তম মিনিটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক সুমন রেজা। ৫৮তম মিনিটে জাল খুঁজে পান সুজন বিশ্বাস।

উত্তেজনার শেষ নয় তখনই। ৮০তম মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন উত্তর বারিধারার মিশরের ডিফেন্ডার মাহমুদ সায়েদ।

দিনের অন্য ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারায় বসুন্ধরা কিংস। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলা সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট ১৩।

SCROLL FOR NEXT