খেলা

আগুয়েরোকে নিয়ে অপেক্ষা বাড়ছে সিটির

Byস্পোর্টস ডেস্ক

গত ১২ জুন বার্নলির বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ছিটকে যান আগুয়েরো। ফলে খেলতে পারেননি গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ১০ ম্যাচ। অগাস্টে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দুই ম্যাচেও ৩২ বছর বয়সী তারকাকে পায়নি সিটি।

আগামী নভেম্বরের আগে দলটির রেকর্ড গোলদাতার সুস্থ হয়ে ওঠার তেমন কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেন কোচ গুয়ার্দিওলা।

“আমরা জানতাম চোটটা ছিল মারাত্মক।”

“আমাদের সঙ্গে এখনও সে একটি ট্রেনিং সেশনেও অংশ নিতে পারেনি। আগুয়েরো এমন কেউ নয় যে শারীরিকভাবে দ্রুত সেরে উঠতে পারে। দীর্ঘদিন ধরে সে মাঠের বাইরে, তাই এক থেকে দুই মাসের মধ্যে হয়তো সে সুস্থ হয়ে উঠবে।”

আগুয়েরোর জায়গায় খেলা ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস গত মৌসুমের শেষ ভাগে ১২ ম্যাচে করেছিলেন পাঁচ গোল।

আগামী সোমবার প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে সিটি।

SCROLL FOR NEXT